Sunday, August 17, 2014

মোবাইল ব্যাটারির আয়ু বাড়ানোর ১০টি কৌশল

আমরা প্রায়ই ব্যাটারি নিয়ে নানা ধরণের সমস্যার সম্মখিন হয় । বেশী ভুগতে হয় ব্যাটারি কিভাবে ভালো থাকবে তা নিয়ে। আসুন জেনে নিই কীভাবে আমরা আমাদের মোবাইল ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারি।

এখানে ১০টি টিপস দেওয়া হলোঃ

  • ১) নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।
  • ২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়।
  • ৩) ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিন।
  • ৪) ফুল চার্জ না হওয়া পর্যন্ত মোবাইল চার্জ দিন।
  • ৫) মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন।
  • ৬) অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর।
  • ৭) সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
  • ৮) খুব বেশী দরকার না হলে ফোন রির্স্টাট করবেন না।
  • ৯) অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না।
  • ১০) নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়। সুতরাং এটি থেকে বিরত থাকুন।

0 comments:

Post a Comment