পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে বিকল্প বেশ কয়েকটি উপায় নিয়ে কাজ করছে গুগল। দুর্বৃত্তদের দ্বারা ল্যাপটপের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলার ভয় আর থাকলো না তবে।
সম্প্রতি
গুগল দাবি করেছে, তারা
ক্রোমবুকে নতুন এক ফিচার যুক্ত করতে যাচ্ছে, ফলে ব্যবহারকারীদের পাসওয়ার্ড দিয়ে ডিভাইস
চালু করার ঝামেলায়
পড়তে হবে না।
উল্লেখ্য
যে, ক্রোমবুক
হচ্ছে গুগলে ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ। নতুন ‘ইজি আনলক’নামের এই ফিচারের সুবিধা হচ্ছে হাতের
স্মার্টফোন ব্যবহার করেই পিসির পাসওয়ার্ড খুলতে পারবেন খুব সহজেই।
নতুন এই
ল্যাপটপের সঙ্গে স্মার্টফোনের বিশেষ সিনক্রোনাইজ সুবিধা থাকবে। যার ফলে স্মার্টফোন
ল্যাপটপের কাছে আনলে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে ল্যাপটপ।
মার্কিন
প্রযুক্তিবিদরা জানিয়েছেন, গুগলের
নতুন এই ফিচারটি পাসওয়ার্ড ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম আকর্ষণীয় ও কার্যকর উদ্ভাবন
হতে পারে। গুগল দীর্ঘদিন ধরেই বিকল্প পাসওয়ার্ড ব্যবস্থা নিয়ে কাজ করছে। ইতিপূর্বে ‘ইলেকট্রনিক উলকি’ ও ‘পিল পাসওয়ার্ড’
সিস্টেমের কথা
বলেছিল গুগল।
এ ছাড়াও
সাম্প্রতিক সময়ে শব্দ
পাসওয়ার্ড নির্মাতা একটি প্রতিষ্ঠানও কিন নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।
0 comments:
Post a Comment