Windows 10 Will Log You In Using Your Biometric Data

Are you looking forward to Windows 10? Many people are thanks to the resounding disappointment Windows 8 seemed to be with the masses

whatsapp Is Now Available On The Desktop NO NEED TO BE DOWNLOAD

WhatApp has launched a desktop client service called WhatsApp Web. WhatsApp Web can be used by scanning a QR code with your phone to log in

Windows 10 devices to allow sign in with face, iris

The Microsoft's Windows 10 operating system at the CeBIT technology fair in Hanover on March 15, 2015 Washington (AFP) - The new Windows 10 operating system will allow users to sign in to a device without a password by using biometrics, including facial recognition

Best Facebook Messenger apps

Best Facebook Messenger apps Facebook Messenger (Android | iOS) is becoming more than a chat app. Now it allows other apps to integrate and share photos, videos, GIFs, and more. Facebook Messenger compatible apps allow you to share a lot more strange things beyond standard photos, stickers, and videos. Here’s a list of the best apps for Facebook Messenger.

Sunday, August 17, 2014

গুগল প্লের টপ চার্টের $৯.৯৯ ডলারের গেমস Shadowrun Returns ডাউনলোড করুন ফ্রিতে!!

 dthyসবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।াজকে আমি আপনাদের জানাবো গুগুল প্লের পেইড গেমস শেডোরান রিটারনস সম্পর্কে।এটা গুগুলের টপ ডাউনলোডের গেমসের মধ্য একটি গেমস।চরম একটি গেমস Shadowrun Returnsদামও সেইরাম $৯.৯৯ ।কিন্তু জাতে আমরা বাংগালী টেকা দিয়া আপস কিনমু এই সামর্থ এখনো হয়নাই।টেকা টুকা হইলে কিনমু কিন্তু এখন আমরা গেমসটা ফ্রিতে নিবো।সম্পুর্ন ডাটা সহ গেমসটি ডাউনলোড করবেন।গেমসটির কাহিনী একটু আধটু বলবো।
কাহিনীটা এমন যে এখন সময় ২০৫৪ সাল নতুন করে ম্যাজিক ফিরে এসেছে যার কারনে পৈারানিক গল্পের সকল creatures গুলো নতুন শক্তিতে জেগে উঠেছে।এই শক্তি গুলো পৃথিবী ব্যাপি ধাপিয়ে বেড়াচ্ছে আর তখনি আবির্ভাব হয় Shadowrun Returns এর এই নিয়ে গল্প এগিয়ে চলে।বাকীটুকু জানেন গেমসটা খেলে।
গেমসটি খেলতে যা যা লাগবে : আন্ড্রয়েড ভার্সন ৪.০ এবং তার উপরে।
ফাইল সাইজ :৩৬৬ এমবি
গেমস ভার্সন :১.০.৬

গেমসের কয়েকটি স্ক্রিন শর্ট:
dzfdrt
qwefr
xbfhgfdrg

গেমসটি সম্পুর্ন ভাবে ফ্রিতে দেয়ার ব্যাবস্থা করেছে Androik.com

গুগল প্লের টপ চার্টের $৯.৯৯ ডলারের গেমস Shadowrun Returns ডাউনলোড করুন ফ্রিতে!!

 সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।াজকে আমি আপনাদের জানাবো গুগুল প্লের পেইড গেমস শেডোরান রিটারনস সম্পর্কে।এটা গুগুলের টপ ডাউনলোডের গেমসের মধ্য একটি গেমস।চরম একটি গেমস Shadowrun Returnsদামও সেইরাম $৯.৯৯ ।কিন্তু জাতে আমরা বাংগালী টেকা দিয়া আপস কিনমু এই সামর্থ এখনো হয়নাই।টেকা টুকা হইলে কিনমু কিন্তু এখন আমরা গেমসটা ফ্রিতে নিবো।সম্পুর্ন ডাটা সহ গেমসটি ডাউনলোড করবেন।গেমসটির কাহিনী একটু আধটু বলবো।
কাহিনীটা এমন যে এখন সময় ২০৫৪ সাল নতুন করে ম্যাজিক ফিরে এসেছে যার কারনে পৈারানিক গল্পের সকল creatures গুলো নতুন শক্তিতে জেগে উঠেছে।এই শক্তি গুলো পৃথিবী ব্যাপি ধাপিয়ে বেড়াচ্ছে আর তখনি আবির্ভাব হয় Shadowrun Returns এর এই নিয়ে গল্প এগিয়ে চলে।বাকীটুকু জানেন গেমসটা খেলে।
গেমসটি খেলতে যা যা লাগবে : আন্ড্রয়েড ভার্সন ৪.০ এবং তার উপরে।
ফাইল সাইজ :৩৬৬ এমবি
গেমস ভার্সন :১.০.৬

গেমসের কয়েকটি স্ক্রিন শর্ট:





গেমসটি সম্পুর্ন ভাবে ফ্রিতে দেয়ার ব্যাবস্থা করেছে Androik.com

গুগল প্লের টপ চার্টের $৯.৯৯ ডলারের গেমস Shadowrun Returns ডাউনলোড করুন ফ্রিতে!!

 dthyসবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।াজকে আমি আপনাদের জানাবো গুগুল প্লের পেইড গেমস শেডোরান রিটারনস সম্পর্কে।এটা গুগুলের টপ ডাউনলোডের গেমসের মধ্য একটি গেমস।চরম একটি গেমস Shadowrun Returnsদামও সেইরাম $৯.৯৯ ।কিন্তু জাতে আমরা বাংগালী টেকা দিয়া আপস কিনমু এই সামর্থ এখনো হয়নাই।টেকা টুকা হইলে কিনমু কিন্তু এখন আমরা গেমসটা ফ্রিতে নিবো।সম্পুর্ন ডাটা সহ গেমসটি ডাউনলোড করবেন।গেমসটির কাহিনী একটু আধটু বলবো।
কাহিনীটা এমন যে এখন সময় ২০৫৪ সাল নতুন করে ম্যাজিক ফিরে এসেছে যার কারনে পৈারানিক গল্পের সকল creatures গুলো নতুন শক্তিতে জেগে উঠেছে।এই শক্তি গুলো পৃথিবী ব্যাপি ধাপিয়ে বেড়াচ্ছে আর তখনি আবির্ভাব হয় Shadowrun Returns এর এই নিয়ে গল্প এগিয়ে চলে।বাকীটুকু জানেন গেমসটা খেলে।
গেমসটি খেলতে যা যা লাগবে : আন্ড্রয়েড ভার্সন ৪.০ এবং তার উপরে।
ফাইল সাইজ :৩৬৬ এমবি
গেমস ভার্সন :১.০.৬

গেমসের কয়েকটি স্ক্রিন শর্ট:
dzfdrt
qwefr
xbfhgfdrg

গেমসটি সম্পুর্ন ভাবে ফ্রিতে দেয়ার ব্যাবস্থা করেছে Androik.com

প্যাটার্ন লক খোলার উপায়

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনে ব্যক্তিগত ছবি, ভিডিও, ফেসবুক, ইমেলসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এগুলোর নিরাপত্তার জন্য আমরা ফোনে বিভিন্ন অ্যাপস ও ডিফল্ড সিকিউড সিস্টেম ব্যবহার করে থাকি। এরমধ্যে অন্যতম হচ্ছে প্যাটার্ন লক


প্যাটার্ন লক, যা সহজে কেউ ভাঙতে পারে না। তবে এতে সমস্যাও রয়েছে। কয়েকবার ভুল প্যাটার্ন দিলে পুরোপুরি লক হয়ে যায় স্মার্টফোনটি। যা ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুন্তে হয় বেশ কিছু অর্থ। তবে প্যাটার্ন ভুলে গেলে বা ডিভাইস লক হয়ে গেলে কিছু নিয়ম অনুসরণ করলেই তা খোলা সম্ভব।
·         এক্ষেত্রে যদি আপনার ব্যবহৃত স্মার্টফোনে ইন্টারনেট (ডাটা বা ওয়াই ফাই) কানেকশন করা থাকে তাহলে সুবিধা হয়। ইন্টারনেট কানেকশন থাকলে- প্রথমে প্যাটার্ন অপশনে কয়েকবার ভুল প্যাটার্ন দিন। এরপর একটি অপশন আসবে, ‘Forgot Pattern?’ এটাতে ট্যাপ করুণ।
·         ট্যাপ করার পর আপনার ব্যবহৃত গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আইডিতে লগইন করা শেষে আপনাকে নতুন প্যটার্ন লক দিতে বলা হবে। নতুন প্যাটার্ন একটিভ করুণ।
·         অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক খোলার একটাই উপায় থাকে ডিভাইসে ফ্যাক্টরি রিস্টোর করা।
·         প্রথমে ভলিউম আপ কি এবং হোম বাটন চেপে ধরুন।
·         একই সাথে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করুন। ফোন অন হলে বাটনগুলো ছেড়ে দিন।
·         এবার অ্যান্ড্রয়েড ‘রিকভারি মেনু’ আসবে। এখান থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। এক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনগুলো সিলেকশনের কাজ করবে।
·         এরপর ‘নো’ এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্যে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।
·         মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনের আগের সব ডাটা ডিলেট হয়ে যাবে।
·         ‘factory reset’ সম্পন্ন হলে ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।
তবে মনে রাখতে হবে বিভিন্ন ফোন কোম্পানির স্মার্টফোনের ‘রিকভারি মেনুতে’ যাওয়ার জন্যে উপরে বর্ণিত বাটনগুলো কাজ নাও হতে পারে। তাই আপনাকে অবশ্যই জানা উচিত আপনার ফোনে কিভাবে রিকভারি মেনু আনতে হয়। এজন্য গুগোল বা ইউটিউবের সাহায্য নিতে পারেন।

প্যাটার্ন লক খোলার উপায়

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনে ব্যক্তিগত ছবি, ভিডিও, ফেসবুক, ইমেলসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এগুলোর নিরাপত্তার জন্য আমরা ফোনে বিভিন্ন অ্যাপস ও ডিফল্ড সিকিউড সিস্টেম ব্যবহার করে থাকি। এরমধ্যে অন্যতম হচ্ছে প্যাটার্ন লক


প্যাটার্ন লক, যা সহজে কেউ ভাঙতে পারে না। তবে এতে সমস্যাও রয়েছে। কয়েকবার ভুল প্যাটার্ন দিলে পুরোপুরি লক হয়ে যায় স্মার্টফোনটি। যা ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুন্তে হয় বেশ কিছু অর্থ। তবে প্যাটার্ন ভুলে গেলে বা ডিভাইস লক হয়ে গেলে কিছু নিয়ম অনুসরণ করলেই তা খোলা সম্ভব।
·         এক্ষেত্রে যদি আপনার ব্যবহৃত স্মার্টফোনে ইন্টারনেট (ডাটা বা ওয়াই ফাই) কানেকশন করা থাকে তাহলে সুবিধা হয়। ইন্টারনেট কানেকশন থাকলে- প্রথমে প্যাটার্ন অপশনে কয়েকবার ভুল প্যাটার্ন দিন। এরপর একটি অপশন আসবে, ‘Forgot Pattern?’ এটাতে ট্যাপ করুণ।
·         ট্যাপ করার পর আপনার ব্যবহৃত গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আইডিতে লগইন করা শেষে আপনাকে নতুন প্যটার্ন লক দিতে বলা হবে। নতুন প্যাটার্ন একটিভ করুণ।
·         অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক খোলার একটাই উপায় থাকে ডিভাইসে ফ্যাক্টরি রিস্টোর করা।
·         প্রথমে ভলিউম আপ কি এবং হোম বাটন চেপে ধরুন।
·         একই সাথে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করুন। ফোন অন হলে বাটনগুলো ছেড়ে দিন।
·         এবার অ্যান্ড্রয়েড ‘রিকভারি মেনু’ আসবে। এখান থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। এক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনগুলো সিলেকশনের কাজ করবে।
·         এরপর ‘নো’ এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্যে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।
·         মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনের আগের সব ডাটা ডিলেট হয়ে যাবে।
·         ‘factory reset’ সম্পন্ন হলে ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।
তবে মনে রাখতে হবে বিভিন্ন ফোন কোম্পানির স্মার্টফোনের ‘রিকভারি মেনুতে’ যাওয়ার জন্যে উপরে বর্ণিত বাটনগুলো কাজ নাও হতে পারে। তাই আপনাকে অবশ্যই জানা উচিত আপনার ফোনে কিভাবে রিকভারি মেনু আনতে হয়। এজন্য গুগোল বা ইউটিউবের সাহায্য নিতে পারেন।


প্যাটার্ন লক খোলার উপায়

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনে ব্যক্তিগত ছবি, ভিডিও, ফেসবুক, ইমেলসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এগুলোর নিরাপত্তার জন্য আমরা ফোনে বিভিন্ন অ্যাপস ও ডিফল্ড সিকিউড সিস্টেম ব্যবহার করে থাকি। এরমধ্যে অন্যতম হচ্ছে প্যাটার্ন লক


প্যাটার্ন লক, যা সহজে কেউ ভাঙতে পারে না। তবে এতে সমস্যাও রয়েছে। কয়েকবার ভুল প্যাটার্ন দিলে পুরোপুরি লক হয়ে যায় স্মার্টফোনটি। যা ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুন্তে হয় বেশ কিছু অর্থ। তবে প্যাটার্ন ভুলে গেলে বা ডিভাইস লক হয়ে গেলে কিছু নিয়ম অনুসরণ করলেই তা খোলা সম্ভব।
·         এক্ষেত্রে যদি আপনার ব্যবহৃত স্মার্টফোনে ইন্টারনেট (ডাটা বা ওয়াই ফাই) কানেকশন করা থাকে তাহলে সুবিধা হয়। ইন্টারনেট কানেকশন থাকলে- প্রথমে প্যাটার্ন অপশনে কয়েকবার ভুল প্যাটার্ন দিন। এরপর একটি অপশন আসবে, ‘Forgot Pattern?’ এটাতে ট্যাপ করুণ।
·         ট্যাপ করার পর আপনার ব্যবহৃত গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আইডিতে লগইন করা শেষে আপনাকে নতুন প্যটার্ন লক দিতে বলা হবে। নতুন প্যাটার্ন একটিভ করুণ।
·         অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক খোলার একটাই উপায় থাকে ডিভাইসে ফ্যাক্টরি রিস্টোর করা।
·         প্রথমে ভলিউম আপ কি এবং হোম বাটন চেপে ধরুন।
·         একই সাথে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করুন। ফোন অন হলে বাটনগুলো ছেড়ে দিন।
·         এবার অ্যান্ড্রয়েড ‘রিকভারি মেনু’ আসবে। এখান থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। এক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনগুলো সিলেকশনের কাজ করবে।
·         এরপর ‘নো’ এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্যে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।
·         মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনের আগের সব ডাটা ডিলেট হয়ে যাবে।
·         ‘factory reset’ সম্পন্ন হলে ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।
তবে মনে রাখতে হবে বিভিন্ন ফোন কোম্পানির স্মার্টফোনের ‘রিকভারি মেনুতে’ যাওয়ার জন্যে উপরে বর্ণিত বাটনগুলো কাজ নাও হতে পারে। তাই আপনাকে অবশ্যই জানা উচিত আপনার ফোনে কিভাবে রিকভারি মেনু আনতে হয়। এজন্য গুগোল বা ইউটিউবের সাহায্য নিতে পারেন।

ফেসবুকের যে পাঁচটি বিষয় অবশ্যই নজর দিতে হবে

সোশ্যাল মিডিয়া ফেসবুক সম্প্রতি বেশকিছু ব্যবস্থা পরিবর্তন করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ 

করেছে। কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ফেসবুক যেন ব্যবসা করতে না পারে কিংবা 

আপনার ব্যক্তিগত কথাবার্তা যেন সরাসরি রাস্তায় গিয়ে না নামে, সেজন্য সচেতন হওয়ার সময় 

এখনই।



এবার পাঁচটি পরিবর্তন করে নিন যেন আপনার ফেসবুক পেজ এসব দিক দিয়ে নিরাপদ হয়। এক প্রতিবেদনে এ পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছে ফক্স নিউজ।
১. ফেসবুকের সার্চ হিস্টোরি ক্লিয়ার করুন
ফেসবুক আপনার সব সার্চ হিস্টোরি সংরক্ষণ করে। এজন্য ফেসবুকের ডানপাশের উপরের দিকের কোনায় ‘ডাউন অ্যারো’তে ক্লিক করুন এবং অ্যাক্টিভিটি লগ সিলেক্ট করুন। বামপাশের কলামে ফটো, লাইক ও কমেন্ট এর সঙ্গে থাকা ‘মোর’-এ ক্লিক করুন। এরপর এ তালিকার সবচেয়ে নিচে থাকা সার্চ-এ ক্লিক করুন।
এরপর সার্চ এলাকা খালি হয়ে যাবে। এই ফিচারটা আপনি বন্ধ করতে পারবেন না। এ কারণে আপনাকে মাঝে মাঝে এখানে এসে মুছে ফেলতে হবে সার্চ হিস্টোরি।
২. বিজ্ঞাপনে ব্যবহারের হাত থেকে নিজের ছবিগুলো রক্ষা করুন
আপনাকে নিশ্চিত হতে হবে যে, ফেসবুক আপনার ছবি, লেখা ও অন্যান্য পণ্য যেন বিক্রি না করে। বিশ্বাস করুন আর না করুন, ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া শর্তসমূহের ভেতর এমন কিছু ধারা দেওয়া আছে, যার ভিত্তিতে ফেসবুক আপনার আপলোডকৃত কন্টেন্ট অন্য কারো কাছে বিক্রি করতে পারে বৈধভাবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোনো পণ্য ‘লাইক’ করলে তারা আপনার ছবিগুলো ব্যবহার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়।
এ বিষয়টি বন্ধ করার জন্য অ্যাক্টিভিটি লগ পেজ-এ যান। বামপাশে ‘লাইকস’-এর লিংকে ক্লিক করুন। এখানে আপনার দেওয়া সবগুলো লাইকের একটি তালিকা পাওয়া যাবে।
এ তালিকা থেকে যেসব পণ্য আপনার ছবি ব্যবহার করতে পারে বলে মনে হবে, তাদের আনলাইক করে দিন। এজন্য সেখানে পণ্যটির পাশে একটি পেন্সিলের চিহ্ন পাবেন। সেখানেই আনলাইকের অপশনটি রয়েছে।
৩. প্রাইভেসি রক্ষা করুন
প্রাইভেসি সেটিংস-এ ক্লিক করুন। আমাদের সবাইকে নিজের অনলাইন প্রাইভেসি সম্পর্কে সচেতন হওয়া উচিত। আপনার পরিবারের কথা, বাড়ির কথা ইত্যাদি ফেসবুকে শেয়ার করা হলে তা সরাসরি রাস্তার সবার মাঝে যেন চলে না যায়, সেজন্য কিছু ব্যবস্থা নেওয়ার এটাই উপযুক্ত সময়।
এজন্য উপরের ডানপাশের কোনার তালা চিহ্নটিতে যান এবং তার নিচে ‘হু ক্যান সি মাই স্টাফ’-এ ক্লিক করুন। এরপর ‘হু ক্যান সি মাই ফিউচার পোস্টস?’-এ সেটিংস পরিবর্তন করে ‘ফ্রেন্ডস’ সিলেক্ট করুন। আপনার যদি বন্ধু তালিকায় অনাকাঙ্ক্ষিত মানুষ থাকে তাহলে এ তালিকায় তাদের যোগ করা বা বাতিল করা সম্ভব।
৪. সন্তান যদি হয় ফেসবুক ব্যবহারকারী
ফেসবুকে বাচ্চাদের জন্য ভালো কিছু অপশন রয়েছে। তাদের পেজ যেন অন্য মানুষজন দেখতে না পায়, সেজন্যই এই ব্যবস্থা। এ পরিবর্তন করা হলে শুধু তাদের বন্ধুরাই তাদের পেজ দেখতে পাবে। আপনার সন্তান যদি হয় ছোট আর নিজের ভালোমন্দ এখনো ঠিকমতো বোঝে না, তাহলে এটা খুবই দরকারি।
এজন্য প্রাইভেসি সেটিংস-এ গিয়ে সেটি পরিবর্তন করে ‘ফ্রেন্ডস’-এ দিতে হবে।
এছাড়া উপরের কোনে গিয়ে সেটিংস-এ ক্লিক করতে হবে। এরপর বামপাশের কলামে গিয়ে প্রাইভেসিতে ক্লিক করুন। এরপর লিমিট পাস্ট পোস্টস লিংক-এ গিয়ে ‘ফ্রেন্ডস’ সিলেক্ট করতে হবে।
৫. ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা
এই পয়েন্টটা কিছুটা চিন্তা করে নেওয়ার মতো। ফেসবুক যদি আপনার জীবনের একটি বড় অংশ হয়ে থাকে তাহলে আপনার মৃত্যুর পর ফেসবুকের এ প্রোফাইলটির কি হবে, সে বিষয়টি চিন্তা করে নিন।
ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনার মৃত্যু হলেও আপনার পেজ তারা সংরক্ষণ করবে এখন যেভাবে আপনি প্রাইভেসি সেটিংস রাখছেন, ঠিক সেভাবেই। আপনার মৃত্যুর প্রমাণ পেলেই প্রতিষ্ঠানটি এ ব্যবস্থা নেবে।
এ কারণে মৃত্যুর পর ভবিষ্যৎ প্রজন্মকে আপনার যেসব বিষয় দেখাতে চান, এবং যেসব বিষয় দেখাতে চান না, সেসব নিয়ে চিন্তা করে এখনই সতর্ক হোন।